December 22, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল দুই বন্ধুর । গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের আরেক বন্ধু ।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় ।

মৃত দু’জনের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন আশ্রমপাড়া এলাকায় । ফুলবাড়িতে একটি অনলাইন কোম্পানিতে কাজ করতেন তারা । গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে এক বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা ।


আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতাল পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃন্ময় বর্মন এবং ঋষিকেশ বর্মনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ।
লক্ষণ বর্মন নামে আরেক বন্ধু জীবন মরণের সঙ্গে লড়াই করছে ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে ।

এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত দু’জনের বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । আজ মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *