December 4, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : লরির পেছনে ধাক্কা , ঘটনাস্থলে মৃত্যু চালকের

শিলিগুড়ি , ৩০ নভেম্বর : জাতীয় সড়কে দীর্ঘক্ষণ থেকে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছন থেকে ধাক্কা দিলে মৃত্যু হয় অন্য লরির চলকের । নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে | দূর্ঘটনার কারণে লরি থেকে ছিটকে পড়ে লরির চাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের । মৃতের নাম জিতেন্দ্র যাদব | বিহারের বাসিন্দা ।

খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে পড়ে এক লরি । এর ফলে জাতীয় সড়কে গাড়ির লাইন পড়ে যায় । অন্যদিকে অপর এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘুমের ঘোরে থাকার জেরেই এই দূর্ঘটনা বলে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *