Khabar Samay Bangla Blog ঘটনা Accident : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল ট্রাক
ঘটনা

Accident : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : শিবমন্দির মেডিকেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল ট্রাক ।

এদিন দুপুরে বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক শিলিগুড়ি যাচ্ছিল । শিবমন্দির মেডিকেল মোড় এলাকায় এসে চালক বুঝতে পারে গাড়ির স্টিয়ারিং কাজ করছে না । চালক ব্রেক কষলে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি । ঘটনায় সামনে কোন গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ । ক্রেনের সাহায্যে ট্রাকটিকে থানায় নিয়ে যায় । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version