শিলিগুড়ি , ৩১ জানুয়ারি : বাগডোগরা বিমানবন্দর অথরিটির ময়দানে সাংগঠনিক সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | তারই প্রস্তুতি শেষ মুহূর্তে ।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি | তবে নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি । শনিবার উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা । এদিন দুপুর নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে আসবেন বাগডোগরা বিমানবন্দর অথরিটির ময়দানে । বিমানবন্দর অথরিটির ময়দান থেকেই চার জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন । তার আগেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোটা সভাস্থল ঘুরে দেখেন । পাশাপাশি শেষ মুহূর্তের কি প্রস্তুতি তারও খোঁজ খবর নেন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন ২০২৬ এর নির্বাচনে আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি এও বলেন কর্মী সমর্থকরা ও যথেষ্ট উত্সাহিত | বিজেপি সূত্রের খবর এদিন চার জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এই সভায় প্রায় ৮০০০ দলীয় নেতা কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন বলে দাবি করেন সুকান্ত বাবু ।

