December 25, 2025
Sevoke Road, Siliguri
আলিপুরদুয়ার উত্তরবঙ্গ ঘটনা

Injured : লোকালয়ে হানা গজরাজের , মৃত এক আহত দুই

আলিপুরদুয়ার , ২৫ ডিসেম্বর : বড়দিনের সকালে ঘন কুয়াশায় লোকালয়ে হানা গজরাজের । হাতির হানায় মৃত্যু হয়েছে একজনের । গুরুতর জখম আরও দু’জন । বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় । আচমকা এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে জটেশ্বরের মাদ্রাসাপাড়া এলাকায় ঢুকে পড়ে । সেখানে একটি মাছের বরফ কারখানার সামনে দাঁড় করানো কয়েকটি গাড়ি ভেঙে চুরমার করে দেয় । এরপর হাতিটি সেখান থেকে হেঁটে হেদায়েতনগরের রামকৃষ্ণপল্লী এলাকায় ঢুকে পড়ে ।


সেই সময় টুম্পা দেবনাথ নামে এক মহিলা হাতির হানায় গুরুতর জখম হন । হাতিটি এলাকা ছেড়ে সরে যাওয়ার পর স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন । একই এলাকায় এক ভ্যানচালকও হাতির আক্রমণে জখম হন । তাকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ।

অন্যদিকে, জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে পবিত্র রায় নামে এক ব্যক্তির । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকে এলাকায় আতংক রয়েছে । পরিস্থিতি সামাল দিতে বনদফতর ও পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *