December 1, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : চা বাগানে জোড়া হাতির তাণ্ডব !

শিলিগুড়ি , ১ ডিসেম্বর : খড়িবাড়ির থানঝোড়া চা বাগানে জোড়া হাতির তাণ্ডব , চা শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য |

সাতসকালে হঠাৎ করে জোড়া বুনো হাতির দেখা মিলতেই আতঙ্কে ছুটোছুটি শুরু হল খড়িবাড়ি থানার থানঝোড়া চা বাগানে । ভোরের দিকেই শ্রমিকরা চা পাতা তুলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । সেই সময় বাগানের গভীর দিক থেকে বেরিয়ে আসে দু’টি পূর্ণবয়স্ক হাতি ।

হাতিদের আচরণ অস্বাভাবিক ভাবে চঞ্চল দেখায় , ফলে নিরাপত্তার স্বার্থের বাগান কর্তৃপক্ষ তৎক্ষণাৎ চা পাতা তোলার কাজ বন্ধ করে দেয় । শ্রমিকদের কাজের জায়গা থেকে দূরে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গত কয়েকদিন ধরেই আশেপাশের এলাকায় বুনো হাতির আনাগোনা বাড়ছে । বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে । বনকর্মীরা বাগানে পৌঁছে হাতিগুলিকে বনাঞ্চলের দিকে ফেরানোর চেষ্টা করছেন ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । যতক্ষণ না হাতিগুলিকে নিরাপদে সরানো হচ্ছে , ততক্ষণ বাগানের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *