শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : কালিংপং জেলার মংপং জঙ্গলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হল একটি হাতি । জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ যাচ্ছিল । সেই সময় মংপং জঙ্গলে হঠাৎ দুটি হাতি রেললাইন পারাপার করছিল ।
একটি হাতি পার হয়ে গেলেও আরেকটি হাতি পার হতে পারেনি আর কাঞ্চনকন্যা ট্রেনটি ধাক্কা মেরে দেয় । হাতিটি ছিটকে পাশের জঙ্গলে পড়ে যায়। গুরুতর আহত হয় হাতিটি । এ ঘটনার পর ট্রেনটিও আটকে পড়ে । প্রায় চল্লিশ মিনিট আটকে থাকার পর ৭.৫০ নাগাদ ট্রেনটি নিজের গন্তব্যে রওনা দেয় ।
রেল ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় ।
উত্তরপুর্ব সীমান্তের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দেবেন্দ্র সিং জানিয়েছেন , ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়েছে । ট্রেনটি কিছুক্ষণ আটকে ছিল ।