শিলিগুড়ি , ১৮ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে এবিভিপি আন্দোলনের হুঁশিয়ারি দিল |
রাজ্যের ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) উত্তরবঙ্গ প্রদেশ । নারী নির্যাতন , স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা , কৃষকের দুর্দশা , বেকারত্ব ও সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে একাধিক দাবিপত্র প্রকাশ করেছে সংগঠন।
এবিভিপি এর দাবি , প্রতিটি নারী নির্যাতন মামলায় দ্রুত SIT তদন্ত ও ৯০ দিনের মধ্যে ফাস্ট-ট্র্যাক কোর্টে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিক হাসপাতাল, বিনামূল্যে চিকিৎসা ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র শক্তিশালী করার দাবি জানানো হয়েছে । কৃষকদের জন্য MSP আইন কার্যকর ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেরও দাবি তুলেছে তারা।
এছাড়া অনুপ্রবেশ রোধ , সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং মনীষীদের অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এবিভিপি । সংগঠন স্পষ্ট জানিয়েছে , এই দাবিগুলি কার্যকর না হলে তারা একযোগে আন্দোলন ও সচেতনতা অভিযান চালাবে ।