শিলিগুড়ি , ৩০ অগাস্ট : পথ কুকুরকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার ।
শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে একটি পথ কুকুরকে খুনের অভিযোগে গ্রেপ্তার সাফাই কর্মী । অভিযুক্তের নাম রঞ্জিত দাস , অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা | সে শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মী ।
স্থানীয় সূত্রে খবর , শুক্রবার রাতে শিলিগুড়ি পুরনিগমের নেতাজি মোড় সংলগ্ন এলাকায় মদ্যপ অবস্থায় অভিযুক্ত আচমকাই একটি মাংসের দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে রাস্তার ধারে থাকা একটি পথ কুকুরের উপর হামলা চালায়। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কুকুরটির।
ঘটনাটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এবং পথ চলতি মানুষজন। তারা অভিযুক্তকে আটক করে ভক্তিনগর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যারা । এরপর রঞ্জিত দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মৃত কুকুরটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।