শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : কন্যাসন্তান খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা |
শিলিগুড়ি শহরের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরের এই ঘটনায় চাঞ্চল্য । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুই বছর আগে রাহুল মাহাতোর সঙ্গে বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর বিয়ে হয়েছিল । তাদের সাড়ে তিন মাসের কন্যাসন্তান আছে | নাম অমৃতা মাহাতো।
অভিযোগ , মেয়ে হওয়ার পর থেকেই প্রিয়াঙ্কাকে স্বামীর বাড়ির পক্ষ থেকে নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করা হচ্ছিল । শ্বশুরবাড়ির সদস্যরা কন্যাসন্তানকে সেভাবে গ্রহণই করেননি এমনটাই মেয়ের বাড়ির অভিযোগ । এমনকি , মেয়েটির জন্মের পর থেকে তাকে বাড়ির লোকজন প্রায় এড়িয়েই চলত বলে অভিযোগ ।
প্রিয়াঙ্কার পরিবারের দাবি , কন্যাসন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল । অবশেষে গত ভোররাতে সেই শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ।
আজ সকালে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । ঘটনার পরপরই শিশুর বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।