August 13, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : বিশ্ব হাতি দিবস উপলক্ষে শতাধিক বনকর্মীকে সম্মাননা

শিলিগুড়ি , ১২ অগাষ্ট : বিশ্ব হাতি দিবস উপলক্ষে শিলিগুড়িতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় । মঙ্গলবার রামকিঙ্কর হলে বন দপ্তর ও স্ন্যাপের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি , কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে , বন উন্নয়ন নিগমের ডিরেক্টর কুমার বিমল সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ।

অনুষ্ঠানে হাতি সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন রেঞ্জের শতাধিক বনকর্মীকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানান , হাতির সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । পাইলট প্রজেক্ট হিসেবে বাগডোগরা রেঞ্জে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু হয়েছে । আগামী দিনে বক্সা ও জলদাপাড়াতেও একই ব্যবস্থা নেওয়া হবে ।

তিনি জানান , উত্তরবঙ্গের জঙ্গলগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকায় ও মাঝখানে চা-বাগান থাকায় হাতি প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে । উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির কারণেও মানুষ-হাতি সংঘাত বেড়েছে ।

তবে সাধারণ মানুষের সহযোগিতায় এবং সচেতনতায় সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী সকলেই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *