July 14, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bengal Safari : বেঙ্গল সাফারির পর্যটকদের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি

শিলিগুড়ি , ১৪ জুলাই : পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী বেঙ্গল সাফারিতে খোলা হচ্ছে পুলিশ ফাঁড়ি ।

ছুটির দিনে , পুজোর সময় , বছর শুরু ও শেষের দিনে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের ঢল নামে । পর্যটকদের ভিড়ে মিশে থাকতে পারে ২-১ জন অসাধু ব্যাক্তি। ঘটে যেতে পারে চুরি-ছিনতাইয়ের মত ঘটনা।

শিলিগুড়িতে দিন দিন বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা । তাই এবার শিলিগুড়ির অদূরে পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্কে তৈরী হতে চলেছে পুলিশ ফাঁড়ি । যাতে বেঙ্গল সাফারি পার্কে আসার পর্যটকদের সঙ্গে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাফারি পার্কে সহ পর্যটকরা সুরক্ষিত থাকে।

তাই এবার দুর্গাপুজোর আগে , আগামী সপ্তাহের মধ্যেই পথ চলা শুরু করতে পারে বেঙ্গল সাফারি পুলিশ ফাঁড়ি ।

শিলিগুড়ি পুলিশ কমিশনার জানিয়েছেন একজন অফিসার , দুজন এ.এস.আই ও ৫- ৬ জন কনস্টেবল নিয়ে খুলতে চলেছে বেঙ্গল সাফারি ফাঁড়ি । পাশাপাশি সাফারির ভেতরে চলবে পুলিশের বাইক পেট্রোলিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *