শিলিগুড়ি , ১২ জুলাই : ফুলকপির আড়ালে মদ পাচারের চেষ্টা । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান আবগারি দপ্তরের | বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৮০০ বোতল মদ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা ।
ঘটনায় , মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার এক পাচারকারী । ধৃতের নাম , রোশন কুমার (২৩) । ধৃত বিহারের বাসিন্দা ।
শনিবার সকালে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গার কাছে গোপন সূত্রে খবর আসে | ফুলকপির আড়ালে পিকাপ ভ্যানে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বিপুল পরিমাণ মদ।সেই সূত্র ধরেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর থানা এলাকার সার্কিট গেস্ট হাউসের সামনে একটি বিহার নম্বরের পিকআপ ভ্যানকে আটক করা হয় |
আবগারি দপ্তরের আধিকারিকরা চালককে জিজ্ঞাসাবাদ করলে ধরা পড়ে অসঙ্গতি | গাড়িটিতে তল্লাশি করতেই ফুলকপির বস্তার নিচে সাজানো ছিল ১৫০টি কার্টন । যার ভেতরে রাখা ছিল মদের বোতল গুলি । সঙ্গে সঙ্গেই ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে আবগারি দপ্তরের আধিকারিকরা।
গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে এই চক্রের সাথে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।