শিলিগুড়ি , ৭ জুলাই : শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতাল হতে চলেছে | জানালেন শহরের মেয়র গৌতম দেব |
খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যা বিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা।
শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন , এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি , আল্ট্রাসাউন্ড , ব্লাড ব্যাঙ্ক এবং দিন-রাত খোলা থাকবে ওষুধের দোকান । চিকিৎসকদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে হাসপাতালের মধ্যেই ।
এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই আশাবাদী মেয়র । শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ।