শিলিগুড়ি , ২ জুলাই : পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের | শহর শিলিগুড়ি জুড়ে বাড়ছে অপরাধমূলক কাজ । এ ব্যাপারে নির্বিকার প্রশাসন এই অভিযোগ তুলে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের |
প্রশাসন সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ , এমন একাধিক অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে সামিল হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা ।
এদিন এসএফ রোড থেকে মিছিল করে শিলিগুড়ি থানার সামনে আসলে সেখানে আগে থেকে মোতায়েন পুলিশ বাহিনী তাদের পথ আটকে দিলে পরবর্তীতে সংগঠনের সদস্যরা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় ।
সংগঠনের সদস্যরা জানান , শিলিগুড়ির মানুষকে প্রশাসনিক সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন | অবিলম্বে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে পদত্যাগ করার দাবি ও জানান তারা ।