April 1, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Rail : উচ্ছেদের আশঙ্কায় ADRM দপ্তর ঘেরাও

শিলিগুড়ি , ২৭ মার্চ : উচ্ছেদের আশঙ্কায় এ ডি আর এম অফিস ঘেরাও দোকানদারদের |

নিউ জলপাইগুড়ি থানার উল্টো দিকের দোকানদাররা উচ্ছেদের আশঙ্কায় বৃহস্পতিবার এ ডি আর এম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) অফিস ঘেরাও করেন স্থানীয় ব্যবসায়ীরা । রেল কর্তৃপক্ষ ওই অঞ্চলের দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে । এই নোটিশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন দোকানদাররা।

দোকানদারদের দাবি , তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছেন । তাদের জীবিকা সম্পূর্ণভাবে নির্ভর করে এই দোকান গুলোর উপর । রেল কর্তৃপক্ষ উচ্ছেদের পরিকল্পনা নিলে তাদের জীবিকা বিপন্ন হবে ।

ঘেরাওয়ের সময় দোকানদাররা জানান , রেলের উচ্ছেদ পরিকল্পনা অমানবিক এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে । তারা অবিলম্বে নোটিশ প্রত্যাহার এবং বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ।

অপরদিকে , রেল কর্তৃপক্ষের দাবি ,অবৈধভাবে জমি দখল করে ব্যবসা করা হচ্ছে । সেই জমি পুনরুদ্ধার করতে রেল ব্যবস্থা নিতে বাধ্য । পরিস্থিতি যাতে অশান্ত না হয় , তার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *