January 9, 2025
Sevoke Road, Siliguri
আবহাওয়া উত্তরবঙ্গ ঘটনা

Snow : বরফের সাদা চাদরে ঢাকল সিকিমের ছাঙ্গু

দার্জিলিং ও সিকিম , ৮ জানুয়ারী : বরফে মুড়ল সিকিমের ছাঙ্গু । বন্ধ হল যান চলাচল । পাশাপাশি বছরের প্রথম তুষারপাত হল দার্জিলিং এর সান্দাকফুতেও ।

মঙ্গলবার বিকেল থেকেই সিকিমের একাধিক জায়গায় তুষারপাত ঘটছে । যার মধ্যে উল্লেখযোগ্য স্থান হল ছাঙ্গু । এই তুষারপাতের ফলে বন্ধ নাথুলা , ছাঙ্গু ও ১৫ মাইলের রাস্তা । পাশাপাশি বুধবার সকাল থেকে দার্জিলিংয়ের সান্দাকফুতেও বছরের প্রথম তুষারপাত হয় । এদিন দার্জিলিংয়ের সান্দাকফুতে তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াস । স্বভাবতই খুশি পর্যটকরা।

এবছর আগে থেকেই দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের ছাঙ্গু দুই জায়গাতেই পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত । আর এমন মনোরম পরিবেশ পর্যটকদেরকে বেজায় খুশি করছে । তাই এই তুষারপাতের মনোরম দৃশ্যকে মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত সকল পর্যটকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *