December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Drath : গাড়ির ধাক্কায় মৃত্যু পূর্ণবয়স্ক চিতাবাঘের

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : গাড়ির ধাক্কায় মৃত্যু একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের | ঘটনাটি ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুলাইন এলাকার | পথ চলতি একজন সবজি বিক্রেতা দেখতে পান চিতাবাঘটি রাস্তার উপরে ছটফট করছে । খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে | ঘটনাস্থলে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা এসে চিতা বাঘটিকে বাঁচানোর চেষ্টা করলেও সেখানেই তার মৃত্যু হয় |

বনদপ্তরের কর্মীরা এসে মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায় | জাতীয় সড়কে কোনো গাড়ির ধাক্কায় এই চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান । এর আগে ও একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয় গাড়ির ধাক্কায় কমলা বাগান এলাকায় | গাড়ির ধাক্কায় এইভাবে চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটছে অনেকটাই চিন্তিত রয়েছে বনদপ্তর এর আধিকারিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *