শিলিগুড়ি , ১৮ নভেম্বর : শিলিগুড়িতে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় সুপারি কিলার অভিষেক দর্জিকে জলপাইগুড়ি আদালতে পেশ করল পুলিশ।
পুষ্পা ছেত্রীকে খুনের অভিযোগে চেন্নাই থেকে অভিষেক দর্জিকে গ্রেপ্তার করে রবিবার শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ । আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয় । এদিন ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুষ্পা ছেত্রীর পরিবারের সদস্যরা সহ অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে ধৃতের উপর হামলার চেষ্টা করে । যদিও পুলিশ সকলকে বুঝিয়ে কড়া সুরক্ষার মধ্য দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দুপুরে শিলিগুড়ির ভানুনগরে পুষ্পা ছেত্রীর দেহ উদ্ধার হয়। পরিকল্পনা করে খুন করা হয়েছিল পুষ্পাকে। পঞ্জাবে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পোড়েল নামে এক ব্যক্তির সঙ্গে পুষ্পা ছেত্রীর সম্পর্ক ছিল এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে । সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল অরুণ ।
অরুণের স্ত্রী প্রীতিকা পোড়েল সম্পর্কের ব্যাপারে জানত । এরপরই স্বামী স্ত্রী মিলে পুষ্পাকে খুনের সুপারি দেয় অভিষেক দর্জি ও রুস্তম বিশ্বকর্মাকে । এই ঘটনার তদন্তে নেমে প্রথমে প্রীতিকা ও রুস্তমকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় অভিষেক দর্জিকে । আজ ধৃতকে আদালতে পেশ করা হয় ।