December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : সোনার চেন ছিনতাই এর অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : সোনার চেন ছিনতাই এর অভিযোগে গ্রেপ্তার দুই | মাটিগাড়া থানার তুম্বাজোত এলাকায় গত মাসের ২৩ তারিখ সকালে শিখা চৌধুরী নামে এক মহিলার সোনার চেন ছিনতাই হয় | দুই যুবক মোটরবাইকে করে এসে ওই মহিলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় ।

মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গত মাসের ২৭ তারিখ গণেশ ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে , এই ঘটনায় অপর অভিযুক্ত সহদেব রায়ের কাছে রয়েছে ওই ছিনতাই করা সোনার চেন ।

অন্যদিকে গণেশ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সহদেব রায় । অবশেষে শনিবার রাতে অভিযুক্ত পলাতক সহদেব রায় যখন পাতিকলোনি এলাকায় একটি দোকানে ওই সোনার চেনটি গলাতে যায় ওই সময় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ ।

ছিনতাই হওয়া সোনার চেন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় সহদেব রায় কে । আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *