December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : হোটেলে খাবার খেতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু নিরাপত্তারক্ষীর

শিলিগুড়ি , ৯ নভেম্বর : হোটেলে খাবার খেতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সাহুডাঙ্গি গন্ডার মোড় রাজ্য সড়কের বলরামের সর্দারপাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম অমল পাল । বয়স আনুমানিক ৫৮ বছর । তার বাড়ি বালুরঘাটে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , অমল পাল বলরামের পাওয়ার গ্রীড সংলগ্ন এলাকায় একটি গোডাউনের নিরাপত্তারক্ষীর কাজ করতেন । প্রতিদিনের মতো রাস্তা পার হয়ে একটি হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন । সেই সময় গন্ডার মোড়ের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান অমল পালকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


স্থানীয়রা অভিযোগ করেন , ওই গোডাউনের সামনে বেশিরভাগ সময় বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে । ফলে এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানেল মোড় ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *