December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Hospital : সদ্যোজাতের দেহ উদ্ধারে তদন্ত কমিটি

শিলিগুড়ি , ১৮ অক্টোবর : সরকারি হাসপাতাল থেকে সদ্যোজাতের দেহ উধাওয়ের ঘটনায় তিনজনের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর । তবে দেহ উধাওয়ের সময় সিসি ক্যামেরা কেন বন্ধ ছিল সেই উত্তরই এখন খুঁজছে তদন্তকারী দল ও পুলিশ । অন্যদিকে এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , ওই ঘটনার পর শুক্রবার হাসপাতালের দুই প্রধান চিকিৎসক ও একজন নার্স মিলিয়ে তিন জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তিনদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে । ইতিমধ্যে ওই ঘটনার সময় কর্তব্যে থাকা চিকিৎসক , নার্স , নিরাপত্তা রক্ষী , সাফাই কর্মী সহ দশ জনকে ওই তদন্তের আওতায় আনা হয়েছে ।

এছাড়াও শুক্রবার মৃত সদ্যোজাতের পরিবারের সদস্য , পুরনিগমের বোরো চেয়ারম্যান মহম্মদ আলম ও পুলিশ আধিকারিকরা হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসেন। সোমবারের মধ্যে ওই সদ্যোজাতের দেহ উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *