December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : চায়ের দোকানে আগুন , বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

শিলিগুড়ি , ১৬ অক্টোবর : ফুলবাড়ী ছোবাভিটা এলাকায় একটি চায়ের দোকানে আগুন লেগে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয় গতকাল রাতে | দোকানী জানান , রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান | আজ সকালে দোকান খুলতে এসে হঠাৎই দেখতে পান দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে । দোকানের টিন সহ অন্য সামগ্রী ভেঙে পড়ে রয়েছে |

এরপরে এলাকাবাসীদের কাছ থেকে আগুনের বিষয়টি জানতে পারেন ওই দোকানের মালিক । স্থানীয়দের কথা অনুযায়ী রাত সাড়ে বারোটা নাগাদ সেই দোকানে আগুন লাগে এরপর দোকানে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় | সিলিন্ডারে বিস্ফোরণের ফলেই দোকানের সমস্ত কিছু ভেঙে যায়। যদিও কোন হতাহতের খবর নেই । স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায় |

তবে দোকানে থাকা গরীব মহিলার বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় । এলাকাবাসীরা জানান , গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ফলে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *