December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Road : নো এন্ট্রি তে গাড়ি চলাচল , দুর্ঘটনা , বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : রাস্তার কাজের জন্য খড়িবাড়ি থেকে ভালুকগারার রাজ্য সড়ক বন্ধ করে রেখেছে প্রশাসন । সেই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ব্যারিকেড সরিয়ে দিয়ে মালবাহী গাড়ি চালানোর অভিযোগ।

গতকাল রাতে ব্যারিকেড সরিয়ে ভালিকগারা থেকে খড়িবাড়ি যাওয়ার সময় একটি কন্টেনার কদমতলা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে । ঘটনায় একটি দোকানের টিনের চাল ভেঙে যায় । হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে বিক্ষোভ দেখান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ও ঘিরে চলে এই বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , রাস্তার কাজ চলায় বন্ধ রয়েছে এই রাজ্য সড়ক | তবে কেন এই রাস্তা দিয়ে মালবাহী বড় বড় গাড়ি চলাচল করবে । এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয় স্থানীয়দের পক্ষে । বিক্ষোভকারীদের কথা মেনে চালান কাটে পুলিশ পড়ে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *