November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Kanchanjunga Express : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সাসপেন্ড তিন , ম্যানুয়াল সিগনালিংয়ের ক্ষেত্রে গাফিলতি মিলেছে

শিলিগুড়ি , ১০ জুলাই : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় তিন জনকে সাসপেন্ড করল রেল কর্তৃপক্ষ । রেল সূত্রে জানা গিয়েছে , মালগাড়ির গার্ড বিকে শর্মা , রাঙ্গাপানির সিগন্যাল টেকনিশিয়ান তপন সিংহ ও ট্র‍্যাক টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়েছে ।

বুধবার উত্তর পূর্ব সীমান্ত রেলের হেড কোয়ার্টার মালিগাঁওতে তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ রাঙাপানির স্টেশন মাস্টার , চটেরহাট স্টেশন মাস্টার , এনসি ৮ নম্বর গেটম্যান , আলিপুরদুয়ার ডিভিশনের মাল্টিডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনিস্টিউটের প্রিন্সিপাল ও চিফ ইন্সট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করেন ।


রেল সূত্রে জানা গিয়েছে , মালগাড়ির চালক অনিল কুমার দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই মারা গিয়েছেন । সহকারী চালক মনু কুমার বর্তমানে মালিগাঁওয়ে রেলের হাসপাতালে চিকিৎসাধীন। তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন সেফটি কমিশনার জনক কুমার গর্গ । তবে ঘটনায় মালগাড়ির গার্ডের গাফিলতি মিলেছে বলে অভিযোগ । মেমো সিগন্যালিংয়ের ক্ষেত্রে এবং ট্র‍্যাক সিগন্যালিং ক্লিয়ারেন্সের বিষয়টি নিশ্চিত হওয়া নিয়ে তার গাফিলতি রয়েছে বলে অভিযোগ ।

অন্যদিকে , অটোমেটিক সিগন্যালিং দুর্ঘটনার দিন সকাল থেকে খারাপ হওয়ার পর তা মেরামত করা ও ম্যানুয়াল সিগনালিংয়ের ক্ষেত্রে তার গাফিলতি মিলেছে বলেও জানা গিয়েছে । শিলিগুড়িতে এডিআরএমের কার্যালয়ে টানা তদন্তের পর ওই সিদ্ধান্ত নিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ । এছাড়াও একজন ট্র‍্যাক টেকনিশিয়ানকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন , “তিন জনকে সাসপেন্ড করা হয়েছে বলে শুনেছি । সেফটি কমিশনার তদন্ত করছেন । তিনিই পদক্ষেপ করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *