শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ি সংলগ্ন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হাপতিয়াগছ ও বন্দরগছ এলাকা দিয়ে দুটি হাতি কাটাঁতার পেরিয়ে বাংলাদেশের জিরো পয়েন্টে ঢুকে পরে ।
ফের একবার অস্বস্তিতে বন দপ্তর। পাশাপাশি প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়েও । তবে হাতি দুটিকে ফিরিয়ে আনতে গরুমারা থেকে কাবেরি নামে একটি কুনকি হাতিকে আনা হচ্ছে। পাশাপাশি রাতের দিকে হাতি দুটিকে ট্রাঙ্কুলাইজ করে এপার বাংলায় ফেরানো হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন আধিকারিকরা । কার্শিয়াংয়ের ডিএফও হরি কৃষ্ণা , এডিএফও ভুপেন বিশ্বকর্মা ও । পরিস্থিতি সামাল দিতে ডেকে পাঠানো হয় বৈকুন্ঠপুর , ঘোষপুকুর , টুকুরিয়া , বাগডোগরা রেঞ্জের বন কর্মীদের।
খবর দেওয়া হয় শুকনা এলিফ্যান্ট স্কোয়াড ও গরুমারা এলিফ্যান্ট স্কোয়াডকেও । গরুমারা রেঞ্জ থেকে কাবেরি নামে এক কুনকি হাতিকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । কুনকি হাতি দিয়ে ওই দুই হাতিকে এপার বাংলায় আনার চেষ্টা করা হবে।