শিলিগুড়ি , ২০ জানুয়ারী : ২৭ জানুয়ারি শিলিগুড়িতে ন্যায় যাত্রায় অংশ নিতে আসছেন রাহুল গান্ধী। শেষ মুহুর্তের প্রস্তুতি কংগ্রেস শিবিরের । শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকের একটি হোটেলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার প্রস্তুতি বৈঠকের আয়োজন হয়। সেই বৈঠকে উপস্থিত হন সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল । পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী , সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং সহ অন্যান্যরা।
২৭ জানুয়ারি শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। তারপর এয়ারভিউ মোড়ে সভা করার কথা রয়েছে তার। সভার পর ফের রোড শো করে বাগডোগরা হয়ে সোনারপুর চলে যাবেন তিনি ৷ আর সেখানেই রাত্রি যাপন করবেন তিনি।
এদিকে , অসমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। আর আক্রমণের পিছনে অসম বিজেপি , পুলিশ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দায়ী করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়ে দেন এভাবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কোনভাবেই রোখা সম্ভব নয় ।
এছাড়াও এদিন সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটে থাকা রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থ ভুলে আপোস করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।