November 22, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

River course : নদী ভাঙন পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ সেচ দপ্তরের

শিলিগুড়ি , ১৬ জানুয়ারী : সিকিমে লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের জেরে পরিবর্তন হয়েছে তিস্তা নদীর গতিপথ । আর সেই কারণেই আগে বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর ।

মঙ্গলবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে প্রশাসনিক বৈঠকের পর তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের বিষয়ে জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । উদ্বেগ প্রকাশ করে জানান , যে সব জায়গায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে সে সব জায়গায় বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে ।

এদিন দার্জিলিং ,জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সারেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । বৈঠক সূত্রে জানা গিয়েছে , তিস্তা নদী ছাড়াও এদিন মূলত বাম আমলে সেচ দপ্তরের জবরদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার , উত্তরের জেলাগুলিতে মৃত প্রায় নদীগুলির সংস্কার ও পুনরজ্জীবিত করার বিষয়েও আলোচনা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *