শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির । বন দপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দীলিপ রায় । সে পেশায় একজন রাজমিস্ত্রী । ঘটনায় আহত হয়েছেন আরও এক । লোকালয়ে হাতি ঢুকে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় ।
বন দপ্তর সূত্রে জানা গেছে , এদিন সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পরে একটি দলছুট দাঁতাল। খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢোকে । প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালায় । এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায়।
পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে ব্যক্তিটিকে । এরপর পা দিয়ে পিষে মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের । এরপর হাতিটি সামনে চালক সহ একটি চারচাকা গাড়িতে আক্রমণ করে । দাঁত ঢুকিয়ে শুড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। ফলে গাড়িতে থাকা চালক আহত হন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা । তারা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে । পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।