December 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Investigation : তিস্তা ক্যানেলে জলে হায়দারপাড়ার যুবকের দেহ উদ্ধার

শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : সাত সকালে ফুলবাড়ি মার্ডার মোড় তিস্তা ক্যানেলে জলে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।


স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার সকালে প্রাত:ভ্রমণে বেরিয়ে মার্ডার মোড় ক্যানেল ব্রিজের নিচে এক যুবকের দেহ ভেসে আসতে দেখেন এলাকার এক ব্যাক্তি । এরপর তড়িঘড়ি খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে । ততক্ষনে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় ফুলবাড়ি ক্যানেল ব্রিজের উপর । পুলিশ এসে তিস্তা ক্যানেলের জল থেকে দেহটিকে উদ্ধার করেন। মৃত যুবকের পকেট থেকে একটি নামি কোম্পানির মোবাইল , একটি হাতের ঘড়ি ও আঁধার কার্ড সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় ।

মৃত যুবকের নাম নবীন সরকার | বাবার নাম নিরঞ্জন সরকার বাড়ি শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় | বয়স আনুমানিক ৩৩ । তবে সাত সকালে যুবকের দেহটি কোথা থেকে এল এবং কি করেই বা ঘটনা ঘটল তদন্তে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ । দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *