October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : প্রায় ৫০ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ফের ৫০ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার ২ ।

খড়িবাড়ির পানিট্যাঙ্কির মার্কেটে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২ যুবক । বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এস‌ওজির যৌথ অভিযানে নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি নিউ মার্কেট ২৫৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুই যুবকের নাম মহম্মদ রহিম (২৫) ও মহম্মদ আতারুল (২৩) , উভয়ে বুড়াগঞ্জের কিলাঘাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।


গোপন সূত্রে খবর পেয়ে পানিট্যাঙ্কি নিউ মার্কেট এলাকায় সন্দেহভাজন এক বাইককে আটক করে পুলিশ । আটক বাইকে তল্লাশি চালিয়ে বাইকের ভেতর থেকে উদ্ধার হয় মাদক। ধৃতরা পানিট্যাঙ্কিতে মাদক বিক্রি করতে এসেছিল এমনটাই অনুমান পুলিশের । পরে ধৃতদের খড়িবাড়ি থানায় গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতের তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *