শিলিগুড়ি , ১৪ নভেম্বর : শহর শিলিগুড়িতে ও ‘বিশ্ব ডাইবেটিক ডে’ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয় ।
শিলিগুড়িতে সচেনতার লক্ষ্যে এক শোভাযাত্রা শহর পরিক্রমা করে | পা মেলান চিকিৎসক থেকে খেলোয়াড় ও ক্রিড়া ব্যক্তিত্বরা । সীমা সুরক্ষা বলের ব্যান্ড সকলের মন জয় করে |
পদযাত্রা মহানন্দা ব্রিজের পাশ থেকে বেরিয়ে হাসমিচক হয়ে যথাস্থানে গিয়ে শেষ হয় । বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রায় ৪০ কোটি ডায়াবেটিস এর রোগী রয়েছে ।চিকিৎসকদের বক্তব্য অনুসারে , এই রোগ থেকে মুক্তি পাবার উপায় রয়েছে ,সচেনতা , শরীরচর্চা ও নিয়মিত খাদ্যাভাস ও ধূমপান থেকে বিরত থাকলেই এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ডাঃ শঙ্খ সেন জানান , বিশ্ব ডায়াবেটিস এর দিনে সকলকে শপথ নিতে হবে নিয়মিত শরীরচর্চা ও গুনগত খাবার খাওয়া ও নেশা থেকে দুরে থাকা | তা হলেই এর থেকে রেহাই পাওয়া সম্ভব |