November 22, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

River : সাহু নদী থেকে সরিয়ে ফেলা হল কাঠামো

শিলিগুড়ি , ২৯ অক্মাটোবর : শিলিগুড়ি শহরের অদূরে ডাবগ্রাম ২ নং অঞ্চলের বৈকুণ্ঠপুর ফরেস্ট লাগোয়া সাহুনদীর থারুঘাটে এবছর প্রতিমা বিসর্জনের ভির ছিল । বাদ যায়নি বাড়ির পুজো গুলোও । মূলত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত বেশিরভাগ পুজো মন্ডপ এবং বাড়ির পুজোর প্রতিমাগুলো নিরঞ্জনের জন্য বাছাই করা হয়েছে সাহুনদীর থারুঘাটকে । প্রায় ১৫০টির মতো প্রতিমা নিরঞ্জন হয়েছে এই ঘাটে । ত্রয়োদশীতেও হয়েছে প্রতিমা নিরঞ্জন।

বর্তমানে গোড়ালি ভেজা টলটলে জলে ভাসছিল একের পর এক কাঠামো । নদীর এই জরাজীর্ণ অবস্থা দেখে তৎপর হয় প্রশাসন । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ , বৈকুণ্ঠপুর ফরেস্ট রেঞ্জের রেঞ্জারের তত্ত্বাবধানে এবং থারুঘাটি কমিটির সহযোগিতায় শুক্রবার থেকে ঘাট পরিষ্কার করার কাজে নামে সাফাই কর্মীরা।

কারণ এরপর আসছে ছট পুজো ও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *