শিলিগুড়ি , ২ অগাষ্ট : অবৈধভাবে সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না | শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় থাকা জমিগুলোকে উদ্ধার করে তা সঠিক ব্যবহার করে তুলতে বুধবার জরুরি সভায় আলোচনায় মিলিত হন সভাধিপতি সহ ভূমি কর্মাধক্ষ্য ও অন্যান্য আধিকারিকরা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে বন ও ভূমির ষষ্ঠ আলোচনায় ভাগ নেন ভূমি কর্মাধক্ষ্য কিষরীমোহন সিংহ সহ AEO প্রেম কুমার বড়দেওয়া ও ভূমি দপ্তরের সকল আধিকারিকরা।আলোচনার মূল বিষয় বস্তু ছিল সরকারি জমি দখল মুক্ত করা ।
সভাধিপতি অরুণ ঘোষ জানান , এই আলোচনা থেকে অনেক অজানা জমির তথ্য বেরিয়ে এসেছে । এছাড়াও সরকারি জমির ওপর থাকা দীর্ঘদিন ধরে থাকা বাসিন্দাদের উচ্ছেদ না করে তাদের সঠিক কাগজপত্র করে দেওয়ার চেষ্টা করা হবে ।