শিলিগুড়ি , ২৭ জুলাই : অনলাইনে ডেঙ্গুর সমীক্ষাতে প্রতিরোধ করা যাবে না । এমনি দাবি তুলে বিক্ষেভে সামিল হল পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা । শিলিগুড়ি কোর্ট মোড় থেকে এক ধিক্কার মিছিল বার করে পুরনিগম প্রধান গেটের সামনে এসে বিক্ষোভ জানাতে থাকে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি ডেঙ্গু প্রতিরোধে অনলাইন ব্যবস্থাপনায় কাজ করতে অসুবিধা হচ্ছে ডেঙ্গু সমীক্ষা বা ডেঙ্গু মোকাবিলায় নিযুক্ত আশা কর্মীদের | পাশাপাশি একগুচ্ছ দাবিতে সরব হন আশা কর্মীরা । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তারে চাদরে মুড়ে ফেলে গোটা এলাকা। প্রধান গেটের সামনে ব্যারিকেড করে রাখে পুলিশ ।
অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে প্রধান গেটের সামনে | বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল পুরনিগমে গিয়ে স্মারকলিপি প্রদান করলেও
অবিলম্বে তাদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা।