শিলিগুড়ি , ২৬ জুলাই : শিলিগুড়ি ভেনাস মোড়ের একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় । দোকানদারের চোখের আড়ালেই নকল হারের সঙ্গে বদলে দেওয়া হয় সোনার হার বলে অভিযোগ । ঘটনায় এক মহিলাকে ধরে ফেলে দোকানদার ও স্থানীয়রা । তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ায় এলাকায় । মঙ্গলবার দুপুরে একজন ব্যক্তি এবং একজন মহিলা (স্বামী স্ত্রী) ওই দোকান থেকে সোনার হার কেনার বাহানায় দোকানে আসে । একটি সোনার হারও দেখেন তারা। তবে তারা দোকানদারদের জানান তাদের কিছু কাজ রয়েছে কিছু সময় পরে তারা ফের ওই দোকানে এসে হারটি কিনে নিয়ে যাবে । সেইমতো এদিন বিকেলে আবার তারা ওই দোকানে যায় । একই হার ফের তারা বের করতে বলে এবং ওই সেই হারটি পড়ে দেখেন।
ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ওই সময় আসল হারটিকে নকল হারের সঙ্গে বদলে দেওয়া হয় বলে অভিযোগ । কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে হারটি নিয়ে বেরিয়ে যান মহিলার স্বামী । তবে ওই মহিলা দোকান থেকে বের হওয়ার আগে হারটিকে যে বদলে দেওয়া হয়েছে সেই বিষয়টি বুঝতে পারেন দোকানদাররা । তৎক্ষণাৎ ওই মহিলাকে সেখানে আটকে দেওয়া হয় । খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।
শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় । ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ ।