শিলিগুড়ি , ১৮ জুলাই : নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির |
নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শিলিগুড়িতে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রাজ্য সরকারের চিফ ইলেকটোরাল অফিসার। শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই শিবির । শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নমবালম সহ উচ্চপদস্থ কর্তারা।
মঙ্গলবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকার একটি হোটেলে এই শিবির শুরু হয়। শিবিরে মূলত ERONET এর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং স্পেশ্যাল সামারী রিভিশন ২০২৪ নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, ERONET হল ইলেকটরাল অফিসারদের জন্য তৈরি হওয়া একটি web-based system | যেখানে ১৪ টি ভাষায় ১১ টি স্ক্রিপ্ট লেখা রয়েছে । যার মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যায়।