শিলিগুড়ি , ১০ জুন : শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাসভবনে জোট সঙ্গীদের নিয়ে একটি গোপন বৈঠক আয়োজিত হয় । ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা , বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ নেতা নিরজ জিম্বা, গোরানিমোর দাওয়া পাখরিন, সিপিআরএম, সুমেতি মুক্তি মোর্চা, অখিল ভারতীয় গোর্খা লীগের সদস্যরা।
দার্জিলিং জেলায় ৫৯৮ টি গ্রাম পঞ্চায়েত আসন ও ১৫৬ টি পঞ্চায়েত সমিতির আসন। অন্যদিকে, কালিম্পং জেলায় ২৮১ টি গ্রাম পঞ্চায়েত ও ৭৬ টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতেই প্রায় ৮০০ বেশি আসনে নির্বাচন হতে চলেছে।
বৈঠকের পর সাংসদ রাজু বিস্তা বলেন, “আজ সব জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক হয়েছে। এই নির্বাচনে একজোট হয়ে লড়বেন তারা । প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলিকেও সঙ্গে আনা যায় কিনা সেই বিষয়েও আলোচনা হয়েছে।”