November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tea Garden : মজুরি বৃদ্ধিতে স্থগিতাদেশ , বর্ধিত বেতন পাচ্ছেনা উত্তরের চা শ্রমিকরা

শিলিগুড়ি , ২৪ মে : চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির উপর হাইকোর্টের স্থগিতাদেশ | ১ জুন থেকে বর্ধিত বেতন পাচ্ছেনা উত্তরের চা শ্রমিকরা ।
গত ১৩ এপ্রিল শিলিগুড়ি শ্রমিক ভবনে বৈঠকের পর রাজ‍্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করেন চা শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ১৮ টাকা বৃদ্ধি করা হল | ১ জুন থেকে তা লাগু হওয়ার কথা আছে । কিন্ত সেই সময় চুক্তি করা হয়নি । শ্রমমন্ত্রী সরাসরি ঘোষণা করে দেন । পরবর্তীতে কিছু চা বাগান কোম্পানি এই ১৮ টাকা বৃদ্ধির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে কেননা তারা জানান এই মুহূর্তে শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে পারবে না তারা । হাইকোর্ট থেকে এই বিষয়ে স্থগিতাদেশ দেওয়া হয় ।

শ্রমিকদের দৈনিক ১৮ টাকা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস ।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব জানান ,উত্তরবঙ্গে প্রতিটি চা বাগানে লাগাতার গেট মিটিং চলছে বেতন বৃদ্ধির দাবিতে । আগামী ২৪ থেকে ২৬ মে গেট মিটিং অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে জয়েন্ট ফোরাম নেতা এবং সিটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানান , তাদের দাবি চা শ্রমিকদের নূন্যতম মজুরি চালু করুক সরকার । ভোট আসলে রাজ‍্য সরকার তড়িঘড়ি করে অন্তবর্তীকালীন চা শ্রমিকদের কিছু মজুরি বৃদ্ধি করে । কিন্ত তাদের দাবি রাজ‍্য সরকার শীঘ্র নুন‍্যতম মজুরি ঘোষণা করুক |

ওপরদিকে শীঘ্র নুন‍্যতম মজুরি ঘোষণা করার দাবি জানিয়েছে বিজেপি । এই বিষয়ে বিজেপির চা বাগান সংগঠন বিটি ডাব্লু ইউ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজেষ বারলা জানান তাদের দাবি করে চা শ্রমিকদের শীঘ্র নুন‍্যতম মজুরি চালু করার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *