শিলিগুড়ি , ৫ মে : শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওর্য়াডের রথখোলা ওয়েলফেয়ার আজ তাদের ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করল । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করে রথখোলা ওয়েলফেয়ার । এই রথখোলা ওয়েলফেয়ার গঠনের পেছনে স্থানীয় কিছু প্রবীণ মানুষের হাত রয়েছে ।
অবসরপ্রাপ্ত মানুষগুলো সময় কাটাতে এবং এলাকাবাসীদের সহযোগিতা করার লক্ষ্যে এই রথখোলা ওয়েলফেয়ার গড়ে ওঠে । আজ বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা | এছাড়াও উপস্থিত ছিলেন , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , ওর্য়াড কাউন্সিলর দীপ্ত কর্মকার , ডাঃ কৃষ্ণা সরকার | এই সংগঠনের সদস্যদের কুর্নিশ জানান উপস্থিত অতিথিরা ।
সংগঠনের সম্পাদক প্লাবন চক্রবর্তী জানান , এই সংগঠন গড়ে তুলতে তার মত অনেক অবসরপ্রাপ্ত বৃদ্ধরা রয়েছে । তাদের লক্ষ্য কিছু অসহায় মানুষের সেবা করা । আর এই অনুষ্ঠানে লাইন্স নেত্রালয়ের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ।