আলিপুরদুয়ার , ২৯ এপ্রিল : দীর্ঘ প্রতীক্ষার পর চালু হল আলিপুরদুয়ারের জেলা আদালত । শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস সিভাগ্নানাম এবং আইন মন্ত্রী মলয় ঘটক , হাইকোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুরের উপস্থিতিতে এই জেলা আদালতের উদ্বোধন করা হয় । রীতিমতো হাইকোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুর এবং মন্ত্রী মলয় ঘটক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন । এরপর ফলকের উদঘাটন করেন জলাইপাইগুড়ি দায়িত্ব প্রাপ্ত হাইকোর্টের বিচারপতি ।
আলিপুরদুয়ারের প্রবীণ আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদারের নেতৃত্বে বার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই জেলা আদালতের দাবি নিয়ে আন্দোলন করে আসছিল । এছাড়াও হাইকোর্ট এবং রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের কাছে দারস্থ হয় রার এসোসিয়েশন। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ এই জেলা আদালতের উদ্বোধন করা হয়।
এরপর মন্ত্রী মলয় ঘটক এবং হাইকোর্টের বিচারপতি জেলা আদালতের নতুন বিচারালয় ভবন এবং কর্মচারীদের ভবন উদ্বোধন করেন । স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারে জেলা আদালত হওয়ায় আপ্লুত গোটা জেলার আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ । ৬৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে নতুন ভবন নির্মাণের জন্য |