শিলিগুড়ি , ২২ এপ্রিল : তৃণমূলকে পরাস্ত করতে যে শহরে ‘শিলিগুড়ি মডেল’ গড়ে গোটা রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছিল বামেরা , সেই শহরেই এবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে নতুন মডেল তৈরি করে ফের শিরোনামে উঠে এল বামেরা অভিযোগ বিরোধীদের । শিলিগুড়ি বার এসোসিয়েশনের ১৬ আসনের মধ্যে ৮-৮ আসনে ভাগ করে বাম এবং তৃণমূল প্রার্থী দিয়েছে এবার।
যা নিয়ে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। কারণ ২০১৫ সাল থেকে টানা ৭ বছর বাম কংগ্রেস জোট করে বারের বোর্ড দখল করেছে । অথচ এবার তাদের হাত ছেড়ে তৃনমূলের সঙ্গে আসন সমঝোতা করেছে ।
তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক কেউই জোটের কথা স্বীকার করেননি। অভিযোগ, সভাপতি পদে বাম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং সম্পাদক পদে তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
ফলে কোথাও বামের সঙ্গে তৃনমূলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না।
কংগ্রেসের গঙ্গোত্রী দত্ত জানান , বামেদের অনেক আসন ছেড়ে দেবার কথা বললেও ওরা ওই অনৈতিক সমঝোতা করল।