শিলিগুড়ি , ৭ মার্চ : এক বিরল প্রজাতির তক্ষক ও হরিণের সিং সহ ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের হাতে গ্রেপ্তার তিন ।
বন কর্মীদের খবর অনুযায়ী এই বিরল প্রজাতির তক্ষকের প্রচুর চাহিদা রয়েছে চীনের বাজারে | কারণ চীনে এই বিরল প্রজাতির তক্ষককে গুডলাক সাইন হিসেবে মানা হয়ে থাকে | সেই কারণে চীনের বাজারে এই বিরল প্রজাতির তক্ষকের দাম ওঠে প্রায় ১৬ থেকে ১৮ লক্ষ টাকা ।
ধৃত তিনজন বাংলা অসম বর্ডার সংলগ্ন এলাকা থেকে এই তক্ষক ও হরিণের সিং সংগ্রহ করে | শিলিগুড়িকে করিডর বানিয়ে পৌঁছে যেত ভুটানে | এরপর ভুটান থেকে এই তক্ষক ও হরিণের সিং সরাসরি পৌঁছে যেত চীনে । তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাচারকারীদের এই ছক সম্পূর্ণরূপে বানচাল করে দেয় ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী , গতকাল রাতে নৌকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন যুবককে তক্ষক ও হরিণের সিং সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় বনকর্মীরা | ধৃতদের নাম আজিবুল হক , সৌভিক দাম ও বিষ্ণু বর্মন । ধৃতদের রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে ।