শিলিগুড়ি , ৬ মার্চ : ভোর বেলায় বালি তুলতে গিয়ে বালি চাপা পড়ে মৃত্যু দুই নাবালক সহ এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য বানিয়া খালি ত্রিপালী জোত এলাকায় । জানা গিয়েছে , মৃত দুই নাবালকের নাম রোহিত সাহানি ও শ্যামল সাহানি এবং অপর মৃত যুবকের নাম মনু কুমার । রোহিতের মা জানিয়েছেন , তারা কিছুদিন আগেই বিহার থেকে মাটিগাড়া বানিয়াখালি এলাকায় আসে মায়ের বাড়িতে। গতকালকেই তাদের চলে যাওয়ার কথা ছিল বিহার।
তবে ছেলে রোহিত জেদ করে দিদার বাড়ীতে হোলি কাটিয়ে যাওয়ার জন্য। ছেলের জেদের জন্যই আরও দু’দিন এখানে থাকার সিদ্ধান্ত নেন তারা । বেশ কিছুদিন ধরে মামার বাড়িতে থাকায় এখানকার বেশ কিছু ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল রোহিতের | তারাই আজ ভোর বেলা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রোহিতকে ।
তারপর রোহিত শ্যামল ও মনু এই তিনজন মিলে একটি ছোট ট্রাক্টর গাড়িতে নদীর চাঙ্গর কেটে বালি তোলার কাজ শুরু করে | তবে এ বিষয়ে কিছুই জানত না রোহিতের পরিবার। কিছুক্ষণের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে তিনজন নাবালক নদীর ধারে চাপা পড়েছে চাঙ্গরের তলায়। খবর পেয়ে পৌঁছায় শহরের মেয়র গৌতম দেব | পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র | পৌঁছায় প্রশাসনিক অধিকারিকরা |