শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ডের এক বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে আয়োজিত হল একটি শোভাযাত্রা। একই সঙ্গে এদিন পুরনিগমের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছরের কাজের ওপর রিপোর্ট কার্ড প্রকাশ করা হয় । ২২ শে ফেব্রুয়ারী এই বোর্ডের এক বছর পূর্তি হয় । সেই উপলক্ষেই আজ এই শোভাযাত্রা আয়োজিত হল ।
মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এদিন দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে একটি ছোট্ট শোভাযাত্রা করা হয় | এই শোভাযাত্রায় পা মেলান মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পারিষদ , কাউন্সিলর ও অন্যান্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান , বিগত এক বছর ধরে এই বোর্ড কি কি কাজ করেছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে । এর মধ্যে কাজের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে । বিভিন্ন সরকারি দপ্তর সহ বোরো কার্যালয় গুলিতে এই রিপোর্ট কার্ড দিয়ে দেওয়া হবে এবং অনলাইন মাধ্যমেও তা প্রকাশ করা হবে।