November 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tea Garden : চা বাগান এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরির ভাবনা

শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : চা বাগান এলাকাতে ক্রেশ ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি ও পরিচালনার বিষয় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যাতে অনুষ্ঠিত হল টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য শ্রম মন্ত্রী মলয় ঘটক , মন্ত্রী বুলু চিক বড়াইক , INTTUC এর রাজ্য সম্পাদক ঋতব্রত ব্যানার্জি , শান্তা ছেত্রী , অনিত থাপা , দার্জিলিং জেলার জেলাশাসক এস পুণ্নম্বলম সহ অন্যান্যরা।

বৈঠকের পর মন্ত্রী মলয় ঘটক বলেন , উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় ৭০ টি ক্রেস ও ৪৩ টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে । তার জন্য প্রথম ভাগের টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে । উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই টেন্ডারের কাজ করা হয়েছে । পাশাপাশি তিনি বলেন , নূন্যতম মজুরি নিয়ে কমিটি তৈরি হয়েছে যেখানে বিরোধীরাও রয়েছে । ইতিমধ্যেই ১৪ টি বৈঠক করেছে ওই কমিটি । আগামী মাসে ফের বৈঠক রয়েছে । বিরোধী ও মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে সরকারকে বললে সরকার মজুরি দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *