শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর সম্মিলনী হলে তৃতীয় প্রকৃতি ও বন্যপ্রাণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করতে চলেছে অপটপিক শিলিগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ।
রাজ্য থেকে ৯২ টি চিত্র প্রদর্শিত হবে । শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমটাই জানান উদ্যোক্তারা । তারা জানিয়েছেন , মূলত বন্যপ্রাণ রক্ষা ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে ।
পাশাপাশি ১৩ তারিখে বন্যপ্রাণ এবং পরিবেশ রক্ষা নিয়ে একটি আলোচনা সভা ও আয়োজিত হবে । ১২ তারিখ বিকেলে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ও অপটপিক শিলিগুড়ির মুখ্য উপদেষ্টা সব্যসাচী চক্রবর্তী , অভিনেতা চন্দন সেন , অসমের বিশিষ্ঠ পরিবেশবিদ সৌমজিৎ দত্ত , রিপন বিশ্বাস সহ অন্যান্যরা।