শিলিগুড়ি , ২৮ জানুয়ারী : শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রবেশের মুখেই দোকানের ভিড় ক্ষুব্ধ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব |
আর পাঁচটা হাসপাতাল থেকে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রবেশের মুখে | প্রধান গেটের সামনে একাধিক দোকান বসিয়ে চুটিয়ে ব্যবসা করছে দোকানীরা , দাঁড়িয়ে থাকছে টোটো । ফলে হাসপাতালে ঢুুকতে গেলে সমস্যার মুখে পড়তে হয় রোগী ও রোগীর আত্মীয়দের । শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে বেশ কিছু ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের ক্ষোভ প্রকাশ করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।
তিনি জানান , রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার পাশাপাশি যে যেমন খুশী ভাবে রাস্তার উপরে বাসন পরিস্কার করছে । যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে টোটো । এটা কোনো ভাবে চলতে পারে না । এর আগেও এই সমস্ত দোকান এবং হাসপাতালের মুখের সামনে দাঁড়িয়ে থাকা টোটো গুলিকে সরিয়ে দেওয়া হলেও পুনরায় আবার এসে বসেছে হাসপাতালের সামনে বিভিন্ন দোকান । কার্যত বিভিন্ন সময় দেখা যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রবেশের মুখে চলাচলের সময় অসুবিধায় পড়তে হয় বিভিন্ন মানুষদের ।
এ বিষয়ে কথা বলা হবে শহরের পুলিশ কমিশনারের সঙ্গে | কমিশনারের সঙ্গে কথা বলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা ।