উত্তরদিনজপুর , ২৭ এপ্রিল : কালিয়াগঞ্জে এবার চলল গুলি। মৃত্যু হয়েছে এক যুবকের । গুলিবিদ্ধ দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সূত্রের খবর , অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। অভিযোগ, যুবকের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন(৩৩)। শিলিগুড়িতে কাজ করতেন তিনি। দিন কয়েক আগেই বাড়ি ফিরেছিলেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে বুধবার রাতে পুলিশ অভিযান চালায় বলে সূত্রের খবর। সীমান্তবর্তী গ্রামটিতে অভিযান করে পুলিশ । মৃত্যুঞ্জয় পুলিশকে বাধা দেওয়ায় গুলি চলে বলে দাবি । তবে এর সঙ্গে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবের ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় ।
উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে গ্রাম্য যুবকের মৃত্যু ঘিরে চাপা উত্তেজনা রয়েছে কালিয়াগঞ্জে ।
তবে গুলি চলার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । সাধারণত চরম বিশৃঙ্খলা তৈরি না হলে গুলি চালায় না পুলিশ। যদি অপরাধীকে ধরতে বাধা দিয়ে থাকে তাহলে প্রথমে তার পায়ে গুলি করার কথা । সেক্ষেত্রে সরাসরি কীভাবে বুকে গুলি করল পুলিশ , তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।