December 10, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

SIR : অন্য ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে SIR নথি জমা ! চাঞ্চল্য

শিলিগুড়ি , ১০ ডিসেম্বর : অন্য ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে এস আই এর নথি জমা দিয়ে চাঞ্চল্য মাটিগাড়ার পাথরঘাটা অঞ্চলে ।

রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে । তারই মধ্যে মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চলে এই ঘটনা ঘটেছে । অভিযোগ , সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায় ভুল নথি দিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন এমনই অভিযোগ তুলেছেন ঠাকুরদা হিসেবে পরিচিত দেওয়া তারক বন্ধু রায় এর ছেলে নরেশ রায় ।


রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে চর্চা ।
সংশ্লিষ্ট এলাকার বিডিও ও বিএলও এ বিষয়ে কোন বক্তব্য দেননি ।

এ বিষয়ে খগেশ্বর রায় জানান , তারক বন্ধু রায় তার ঠাকুর দাদা । ২০০২ সালের লিস্ট অনুযায়ী ক্রমিক নং 636 সেখানে দেখা যাচ্ছে তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায় , খগেশ্বর বাবু লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায়।

নরেশরায় জানান , তারক বন্ধু রায় আমার বাবা হন। তার বাবার সঙ্গে খগেশ্বর রায়ের কোন সম্পর্ক নেই ।

পাথরঘাটা অঞ্চল তৃণমূল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ জানান তিনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটি নির্বাচন কমিশন দেখবেন । যদি মানুষ ভুল তথ্য দিয়েই এস আই আর ফর্ম ফিলাপ করেন তাহলে এস আই আর এর প্রয়োজন নেই । নির্বাচন কমিশনকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে । তিনি আরও বলেন ২০০২ এ নাম নেই বলেই খগেশ্বর রায় হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিকে সুবিধা নেওয়ার জন্য গেছেন ।

এ বিষয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানান , অবশ্যই খগেশ্বর রায় যদি ভুল তথ্য দিয়ে থাকেন তবে তার দেখার দায়িত্ব তৃণমূলের নয় , নির্বাচন কমিশন আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *